ঢাকা | বঙ্গাব্দ

জিম্মির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

একটি সরাসরি হামলার পর এডান আলেকজান্ডারকে জিম্মি রাখা দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
  • অনলাইন ডেস্ক | ১৬ এপ্রিল, ২০২৫
জিম্মির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বিধ্বস্ত গাজা।

গাজায় ইসরায়েলি বাহিনীর সরাসরি হামলার পর ইসরায়েলি-মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে বলে জানিয়েছে হামাসের সামরিক শাখা। আলেকজান্ডারকে কেন্দ্র করেই ইসরায়েলের পক্ষ থেকে একটি ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, যার আওতায় ১০ জীবিত জিম্মিকে মুক্তি চাওয়া হয়েছে।


গাজা সিটি থেকে এএফপি জানায়, শনিবার হামাস একটি ভিডিও প্রকাশ করে যাতে আলেকজান্ডারকে জীবিত অবস্থায় দেখা যায়। সেখানে তিনি ইসরায়েল সরকারের সমালোচনা করেন, যদিও ধারণা করা হচ্ছে, তিনি চাপে পড়ে কথা বলেছেন। ভিডিওটি কখন ধারণ করা হয়েছে, তা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।


মঙ্গলবার হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমরা জানাচ্ছি, একটি সরাসরি হামলার পর এডান আলেকজান্ডারকে জিম্মি রাখা দলের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’ তিনি আরও জানান, ‘আমরা এখনও তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’


পরে হামাস একটি ভিডিও প্রকাশ করে, যেখানে জিম্মিদের পরিবারের উদ্দেশে হুঁশিয়ারি দেওয়া হয় — যদি ইসরায়েল তার বোমাবর্ষণ চালিয়ে যায়, তবে তাদের প্রিয়জনদের লাশ ছিন্নভিন্ন অবস্থায় ফেরত পেতে হতে পারে। মুখোশ পরা বন্দুকধারীরা সাদা ভ্যান থেকে কালো কফিন বের করছে — এমন দৃশ্যের সঙ্গে ইংরেজি, আরবি ও হিব্রু ভাষায় লেখা সাবটাইটলে বলা হয়, ‘প্রস্তুত থাকুন। খুব শিগগিরই আপনাদের সন্তানদের ছিন্নভিন্ন মৃতদেহ ফিরে আসবে সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্রের শার্পনেলসহ।’


ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার উত্তর গাজা সফর করেন। সেনাদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা শত্রুদের ওপর আঘাত হানছো, হামাস একের পর এক আঘাত খেতে থাকবে। আমরা জিম্মিদের মুক্তি চাই এবং যুদ্ধের প্রতিটি লক্ষ্য অর্জনে অটল থাকব।’


হামাস সোমবার জানায়, তারা ইসরায়েলের পক্ষ থেকে একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে, যাতে বলা হয়েছে ১০ জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং এডান আলেকজান্ডারকে প্রথম দিনই মুক্তি দেওয়া হবে ‘সৌহার্দ্যপূর্ণ পদক্ষেপ’ হিসেবে।


প্রস্তাবটি মিসরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে কায়রোতে হামাসের প্রতিনিধিদলের কাছে পৌঁছে দেওয়া হয়। হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপিকে জানান, ৪৮ ঘণ্টার মধ্যে প্রস্তাবের উত্তর দেওয়ার সম্ভাবনা রয়েছে। এক হামাস নেতা জানিয়েছেন, যুদ্ধ বন্ধে ইসরায়েল তাদের নিরস্ত্র হওয়ার যে দাবি জানিয়েছে, তা একটি ‘লাল রেখা’ অতিক্রম করেছে।


সূত্র: এএফপি


এসজেড