ঢাকা | বঙ্গাব্দ

‘গণকবর’ গাজা

এমএসএফ-এর সমন্বয়কারী আমান্দে বাজেরোলে বলেন, ‘গাজা ফিলিস্তিনি ও তাদের সাহায্যে আসা ব্যক্তিদের গণকবরে পরিণত হয়েছে।’
  • অনলাইন ডেস্ক | ১৬ এপ্রিল, ২০২৫
‘গণকবর’ গাজা বিধ্বস্ত গাজা।

বুধবার চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) বলেছে যে, ইসরায়েলের সামরিক অভিযান ও মানবিক সহায়তায় বাধা প্রদান, গাজাকে ফিলিস্তিনি ও তাদের সাহায্যে আসা মানুষের কবরস্থানে পরিণত করেছে। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আগে ২ মার্চ থেকে ইসরায়েল মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে। ফলে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, চিকিৎসা সরবরাহ, জ্বালানি, পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি রয়েছে।


এমএসএফ-এর সমন্বয়কারী আমান্দে বাজেরোলে বলেন, ‘গাজা ফিলিস্তিনি ও তাদের সাহায্যে আসা ব্যক্তিদের গণকবরে পরিণত হয়েছে।’ গত মাসে, ইসরায়েলি বাহিনী গাজায় অ্যাম্বুলেন্সে গুলি চালিয়ে ১৫ জন চিকিৎসক ও উদ্ধারকর্মীকে হত্যা করে, যা আন্তর্জাতিক নিন্দার জন্ম দেয়।


বাজেরোল আরো বলেন, ‘আমরা এই সময়ে গাজার সমগ্র জনসংখ্যার ধ্বংস ও জোরপূর্বক বাস্তুচ্যুতি প্রত্যক্ষ করছি।’ তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের বা তাদের সাহায্য করার চেষ্টাকারীদের জন্য কোথাও নিরাপদ স্থান না থাকায়, মানবিক সহায়তা সংস্থাগুলো নিরাপত্তাহীনতা ও সরবরাহের তীব্র ঘাটতির মধ্যে পড়েছে।’


সূত্র: এএফপি


এসজেড