গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির ভূমিকা দেশের মানুষের কাছে প্রশংসিত বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ। আজকে বিএনপি কমিশনে সুনির্দিষ্ট মতামত দিয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক বসে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব জানান।
বৈঠক শেষে ড. আলী রীয়াজ বলেন, ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করে স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করাই মূল লক্ষ্য। বিএনপি কমিশনে সুনির্দিষ্ট মতামত দিয়েছে, ভিন্ন মত নিয়ে আলোচনা করতে চায় তার নেতৃত্বাধীন কমিশন।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কারের জন্য এত বেশি সময় নেয়া যাবে না যাতে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে যায়। গণতন্ত্র যেন আর হোঁচট না খায় সংস্কারের মাধ্যমে এমন একটা ব্যবস্থা করতে চায় ঐকমত্য কমিশন। আর বিএনপির চেয়ে বেশি সংস্কার কোনো রাজনৈতিক দল করেনি। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়।
thebgbd.com/NA