ঢাকা | বঙ্গাব্দ

নিবন্ধন নিয়ে হতাশ না হতে জামায়াত নেতাকর্মীদের প্রতি আহ্বান

  • নিজস্ব প্রতিবেদক | ১৭ এপ্রিল, ২০২৫
নিবন্ধন নিয়ে হতাশ না হতে জামায়াত নেতাকর্মীদের প্রতি আহ্বান জামায়াতে ইসলামীর আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার প্রক্রিয়া নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি জানিয়েছেন, শিগগিরই দলটি পুনরায় নিবন্ধন এবং নির্বাচন কমিশনের প্রতীক ফিরে পাবে বলে তিনি আশাবাদী।


বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বক্তব্য দেন শিশির মনির। এ সময় তিনি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়েও মন্তব্য করেন, চলতি এপ্রিল মাসেই এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত আসতে পারে।


বর্তমানে দেশে নির্বাচনের প্রাক-প্রস্তুতি শুরু হলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে তৎপর রয়েছে রাজনৈতিক দলগুলো, যার মধ্যে জামায়াতও পিছিয়ে নেই। দলটি ইতোমধ্যে প্রায় ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। যদিও নিবন্ধন ও প্রতীক নিয়ে এখনো সুপ্রিম কোর্টে মামলা চলমান রয়েছে।


আইনজীবী শিশির মনির বলেন, "যৌক্তিক কারণেই বিলম্ব হচ্ছে। তবে এতে হতাশ হওয়ার কিছু নেই। খুব শিগগিরই নিবন্ধন ও প্রতীক সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় হবে।"


তিনি আরও জানান, গত বছরের ৫ আগস্টের পর অন্যান্য দলের শীর্ষ নেতারা মুক্তি পেলেও জামায়াত নেতা এটিএম আজহার একযুগেরও বেশি সময় ধরে কারাগারে আছেন, যা নিয়ে দলের ভেতরে ও বাইরে অসন্তোষ রয়েছে। তবে তাঁর মুক্তির প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং এখন শুধু চূড়ান্ত শুনানির অপেক্ষা।


আগামী রোববার (২০ এপ্রিল) থেকে দেশের সর্বোচ্চ আদালতে বিচার কার্যক্রম শুরু হবে। তবে প্রধান বিচারপতি ২৩ থেকে ৩০ এপ্রিল দেশের বাইরে থাকবেন। এরপরেই নিবন্ধন এবং আজহারের মুক্তি সংক্রান্ত মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন শিশির মনির।


দলের আইনজীবীরা মনে করছেন, গণঅভ্যুত্থান-পরবর্তী আট মাসের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় অবস্থান ও সাংগঠনিক প্রস্তুতির পরিপ্রেক্ষিতে দলটি দ্রুতই আইনি বৈধতা ফিরে পাবে।


thebgbd.com/NIT