ছয় দফা দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক শেষে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা বৈঠকে সন্তুষ্ট নন। ফলে চলমান আন্দোলন চলতেই থাকবে, বরং আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কারিগরি ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
বৈঠক শেষে ছাত্র প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, "আমরা মন্ত্রণালয়ের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। অতিরিক্ত সচিবের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি। তাই আন্দোলন চলবে এবং আমরা কঠোর কর্মসূচিতে যাবো।"
এর আগে বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে সাতরাস্তা মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে সারাদেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
বিকেলে আন্দোলনকারীদের মধ্যে যান কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শোয়াইব আহমাদ খান। তিনি শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস দেন এবং জানান, ক্রাফট ইনস্ট্রাক্টরদের কোটা রাখা হবে না।
তবে শিক্ষার্থীরা আশ্বাসে সন্তুষ্ট হননি। তারা দাবি করেন, “লিখিতভাবে জানাতে হবে—প্রত্যেকটি দাবি পূরণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা থাকতে হবে।”
বৃহস্পতিবার সারাদেশে রেলপথ অবরোধ ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দিলেও সরকারের শীর্ষ পর্যায়ের অনুরোধে শিক্ষার্থীরা তা আপাতত শিথিল করে আলোচনায় বসেন। তবে দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি আরও কঠোর হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
thebgbd.com/NIT