ঢাকা | বঙ্গাব্দ

ফের কাঁদলেন নেইমার, কাঁদিয়ে ছাড়লেন মাঠ

নেইমারের চোটের পুনরাবৃত্তি, আরেকবার মাঠে বাইরে ছিটকে পড়া।
  • নিজস্ব প্রতিবেদক | ১৭ এপ্রিল, ২০২৫
ফের কাঁদলেন নেইমার, কাঁদিয়ে ছাড়লেন মাঠ ছবি : সংগৃহীত।

নেইমারের চোটের পুনরাবৃত্তি, আরেকবার মাঠে বাইরে ছিটকে পড়া। এ ঘটনা যেন তার জন্য আরেকটি নিদারুণ পরিহাস হয়ে দেখা দিয়েছে। চোট পেয়ে যখন তাকে কার্টে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তাঁর চোখে জল ছিল। বাঁ হাতে মুখ ঢাকার চেষ্টা করেছিলেন, কিন্তু সব কিছু প্রকাশ পেয়ে গেছে, চোটটা পুরোনো, বাঁ ঊরুর সেই পুরোনো চোটই ফিরে এসেছে। আর কত! বারবার এই একই পরিস্থিতি, আর কতবার তিনি চোটে পড়ে মাঠের বাইরে চলে যাবেন, নেইমার হয়তো নিজেও জানেন না।


নেইমারের ক্যারিয়ারে চোট যেন এক অনন্ত চক্রে পরিণত হয়েছে। বারবার চোটে পড়ছেন, তারপর কিছুদিন সুস্থ হয়ে ফিরছেন, আবার নতুন করে চোটে পড়ছেন। গত কয়েক মৌসুমে একটিও মৌসুম তিনি পুরোপুরি শেষ করতে পারেননি। ২০১৬-১৭ মৌসুমে মাত্র ৩৫টি ম্যাচ খেলেছিলেন তিনি, যা তাঁর ক্যারিয়ারের একমাত্র পরিসংখ্যান, যেখানে তার খেলার ধারাবাহিকতা কিছুটা দৃশ্যমান ছিল।


সান্তোসে ফিরে আসার পরেও চোটের পিছু ছাড়ছে না নেইমারের। গত মাসে ব্রাগান্তিনোর বিপক্ষে বাঁ ঊরুর চোটে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন। সাও পাওলো রাজ্যের শীর্ষ লিগ ক্যাম্পেওনাতো পলিস্তায় চোটে পড়েছিলেন। গত রোববার সান্তোসের হয়ে ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে ফিরেছিলেন, এরপর আবারও বাঁ ঊরুতে চোট পেলেন আজ অ্যাথলেটিক মিনেইরোর বিপক্ষে।


আজকের ম্যাচটি ছিল নেইমারের জন্য বিশেষ, কারণ এটি ছিল তার সান্তোসের হয়ে শততম ম্যাচ। বিশেষ জার্সি পরে মাঠে নেমেছিলেন তিনি, কিন্তু মাত্র ৩৪ মিনিটের মধ্যে চোট পেয়ে তাকে মাঠ ছাড়তে হয়। ম্যাচের ২৭ মিনিটের মাথায় সান্তোস ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর নেইমার বদলি হয়ে বেঞ্চে চলে যান, তখন বাঁ ঊরুটা ধরে মাঠেই বসে পড়েন। ক্লাবের স্টাফদের সহায়তায় তিনি কার্টে উঠে মাঠ ছেড়েছিলেন।


নেইমারের এই বাঁ ঊরুর চোটের কারণে গত মাসে তিনি ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে ব্রাজিলের হয়ে খেলতে পারেননি। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলে খেলেছেন। সৌদি প্রো লিগে আল হিলালের হয়ে খেলতে গিয়ে চোটে পড়ে মাঠের বাইরে ছিলেন প্রায় এক মাস। সান্তোসে ফিরে আসার পরও ৯ ম্যাচে তিনি পুরো ৯০ মিনিট খেলতে পারেননি, তার মধ্যে বেশ কয়েকটি ম্যাচে তিনি ৮০ মিনিটের আগেই মাঠ ছাড়েন।


সান্তোস ক্লাব নেইমারের পাশে দাঁড়িয়ে তার প্রতি সমর্থন জানাচ্ছে। ক্লাবটি এক্স হ্যান্ডলে লিখেছে, “প্রিন্স! পুরো সান্তোস তোমার সঙ্গেই আছে।”


thebgbd.com/NA