বিএনপি জনগণের অধিকার আদায় ও ভোটাধিকার রক্ষায় নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে । তারা চাচ্ছেনা দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। তাদের ক্ষমতার লোভ পেযে বসেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে রাষ্ট্রকাঠামোর সংস্কারে ৩১ দফা শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আরো বলেন, ৩১ দফা সংস্কার প্রস্তাব আরো বহু আগেই দিয়েছে বিএনপি। কিন্তু, এখন এসব সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। এসময় আগামী নির্বাচনে বিএনপির পক্ষে নারীদের সমর্থন ও ভোট নিশ্চিতে ৩১ দফা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা ৩১ দফার বিস্তারিত তুলে ধরে প্রতিযোগীতামূলক প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান। দলকে সংগঠিত করতে নেত্রী ও কর্মীদের আহ্বান জানান তিনি।
thebgbd.com/NIT