গত বছরের জুলাই-অগাস্টে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পর ভারতের ভিসা নীতিতে কড়াকড়ির জেরে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ ও ক্রেডিট কার্ড ব্যবহার নাটকীয়ভাবে কমেছে। এক সময়কার শীর্ষ গন্তব্য ভারত এখন পিছিয়ে পড়েছে ষষ্ঠ স্থানে।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক মাসিক প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে লেনদেন ২৯ কোটি টাকায় নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৩ দশমিক ১৫ শতাংশ কম। অথচ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতে খরচ ছিল ১০৮ কোটি টাকা।
ফেব্রুয়ারিতে সর্বাধিক ক্রেডিট কার্ড লেনদেন হয়েছে যুক্তরাষ্ট্রে—৫২ কোটি টাকা, এরপর আছে থাইল্যান্ড (৪৬ কোটি), সিঙ্গাপুর (৩৯ কোটি), মালয়েশিয়া (৩০ কোটি) এবং যুক্তরাজ্য (৩০ কোটি)।
লক্ষণীয় বিষয়, সিঙ্গাপুরে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে খরচ বেড়েছে ১ কোটি টাকা, অন্যদিকে মালয়েশিয়ায় কমেছে ৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “ক্ষমতার পরিবর্তনের পর ভারতের সঙ্গে ভ্রমণসুবিধা সীমিত হওয়ায় অনেকেই বিকল্প গন্তব্য যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া—এমন দেশগুলো বেছে নিচ্ছেন।”
২০২৪ সালের জুলাই পর্যন্ত প্রতিমাসেই ভারত ছিল বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয়ের শীর্ষে, এরপরেই ছিল যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। তবে গত বছরের আগস্টে রাজনৈতিক অস্থিরতার পর এই ধারায় বড় পরিবর্তন আসে।
এদিকে, বিদেশিরা বাংলাদেশে এসে ফেব্রুয়ারিতে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করেছেন ২৬৮ কোটি টাকা, যা জানুয়ারির তুলনায় ৬ দশমিক ৩৫ শতাংশ বেশি। শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা (৮৮ কোটি টাকা), এরপর যুক্তরাজ্য (২৭ কোটি) ও ভারত (১৬ কোটি)।
বাংলাদেশ ব্যাংক ২০২৩ সাল থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ক্রেডিট কার্ড লেনদেনের তথ্য মাসভিত্তিক প্রকাশ করছে।
thebgbd.com/NIT