রাজধানীতে বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তারা দেশের পরিবর্তনের আন্দোলনে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না।
আজ রোববার (২০ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম প্রাইমএশিয়া ইউনিভার্সিটির জাহিদুল ইসলাম পারভেজ নামের আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে আমরা জানি না। তবে এই কথা নিঃসন্দেহে বলা যায়, যারা এ সময়ে এমন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তারা দেশের পরিবর্তনের আন্দোলনে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না।
তিনি আরও বলেন, যারা আজকে বাংলাদেশে একটি বিভাজন সৃষ্টি করতে চায়, তারা কখনো বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, শ্রমজীবী মানুষের পক্ষের মানুষ নন।
thebgbd.com/NA