এপ্রিলের ১৯ দিনেই প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে ১৭১ কোটি ৮৭ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২১ হাজার ১৪০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।
রোববার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, এপ্রিল মাসে প্রতিদিন গড়ে ৯ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৯৪৭ ডলার রেমিট্যান্স এসেছে।
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৯৭ লাখ ডলার, বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ২ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার, এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ ৫০ হাজার ডলার।
একক ব্যাংক হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে—২৬ কোটি ৬৮ লাখ ৮০ হাজার ডলার। চলমান রেমিট্যান্স প্রবাহকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
thebgbd.com/NIT