ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা মধ্যস্থতার প্রেক্ষাপটে ওমানের সুলতান আগামী মঙ্গলবার মস্কো সফর করবেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে শনিবার জানিয়েছে ক্রেমলিন ও মাসকাট।
মস্কো থেকে এএফপি জানায়, ক্রেমলিন জানিয়েছে, সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনের বর্তমান ইস্যুগুলো ছাড়াও বাণিজ্যিক, অর্থনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হবে। ওমানের রাজকীয় দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে সুলতান সোমবার থেকে শুরু করে দুই দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, ‘ওমান ও রাশিয়ার মধ্যে সম্পর্ককে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই সফর, যা উভয় দেশের আকাঙ্ক্ষা পূরণ করবে।’ দুই দেশের নেতারা বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং তা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করবেন বলেও জানানো হয়।
সূত্র: এএফপি
এসজেড