কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের পর্দা উঠেছে মঙ্গলবার (১৪ মে)। উদ্বোধন করেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। ৩৫ বছর পর কানের গালিচায় হাঁটলেন এই অভিনেত্রী। অনুষ্ঠানে তাকে দেয়া হয়েছে সম্মানসূচক স্বর্ণপাম।
ফ্রান্সের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের ছিল তারকাদের উপস্থিতিতে উজ্জ্বল। লিলি গ্ল্যাডস্টোন, গ্রেটা গারউইগ, ওমর সি, জেন ফন্ডা, জুলিয়েট বিনোচে এবং অন্যান্য তারকারা সন্ধ্যায় উৎসবে যোগ করেছেন আলোকময় দ্যুতি।
ফরাসি কমেডিয়ান-অভিনেত্রী ক্যামিল কোতাঁন ছিলেন সঞ্চালনায়। তার আমন্ত্রণে উদ্বোধনী মঞ্চে হাজির হয়েছেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান ‘বার্বি’র পরিচালক গ্রেটা গারউইগ। তার আগেই উপস্থিত হয়েছিলেন বাকি আট বিচারক।
এবার কানের লাল গালিচায় নজর কেড়েছে মেসি। হাসি মুখে লাল গালিচায় হেঁটেছে, ছবি তোলার জন্য পোজও দিয়েছে কুকুরটি। গত বছর কানে স্বর্ণপাম জয় করা ‘অ্যানাটমি অব অ্যা ফল’ ছবিতে কাজ করেছে এই কুকুর।
এবছর অনস্ক্রিনে যেসব সিনেমা প্রদর্শন করা হবে তার চেয়ে অফস্ক্রিনের নাটকীয়তা কোনো অংশে কম নয়। ৭৭তম এ উৎসব চলবে ২৫ মে পর্যন্ত।