যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ড. ফায়েজ। রোববার (২০ এপ্রিল) লন্ডনের গ্রীনিচ এলাকার অভিজাত হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত এ বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আওয়ামী লীগের একঝাঁক সাবেক মন্ত্রী, এমপি ও শীর্ষ নেতা।
অনুষ্ঠানের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অতিথিদের ছবি ও ভিডিও। এতে দেখা যায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে।
বিয়ের আয়োজনে অংশ নেওয়া নেতাদের দেখা যায় হাস্যোজ্জ্বল ভঙ্গিতে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় ও ছবি তুলতে।
উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যান দলটির অনেক মন্ত্রী-এমপি। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ইউরোপে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যেতে থাকে তাদের রাজনৈতিক-সামাজিক কর্মকাণ্ডের চিত্র।
এই বিয়ের অনুষ্ঠান যেন রূপ নিয়েছে সেইসব নেতাদের ‘পুনরাবির্ভাবের’ এক মঞ্চে, যা এখন দেশ-বিদেশের আলোচনার কেন্দ্রে।
thebgbd.com/NIT