ঢাকা | বঙ্গাব্দ

২৫ এপ্রিল আকাশে দেখা যাবে বিরল দৃশ্য

  • নিজস্ব প্রতিবেদক | ২১ এপ্রিল, ২০২৫
২৫ এপ্রিল আকাশে দেখা যাবে বিরল দৃশ্য সংগৃহীত

এই এপ্রিলের ভোরে আকাশে দেখা যাবে মন ভালো করে দেওয়া একটি দৃশ্য—যেন আকাশ নিজেই হাসছে আমাদের দিকে তাকিয়ে। পৃথিবীর আকাশে দেখা যাবে একটি বিরল মহাজাগতিক ঘটনা, যা দেখতে একেবারে হাসিমুখের মতো লাগবে। আপনি চাইলে এই দৃশ্যের সাক্ষী হতে পারেন, শুধু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে।


কী এই ঘটনা?


ট্রিপল প্ল্যানেটারি কনজাংশন, অর্থাৎ তিনটি গ্রহ বা মহাজাগতিক বস্তুর একসঙ্গে আকাশে কাছাকাছি অবস্থান। এই বিশেষ দিনে শুক্র, শনি ও চাঁদ এমনভাবে অবস্থান করবে, যা দেখতে একেবারে একটি স্মাইলি ফেস বা হাসিমুখের মতো মনে হবে। দুইটি গ্রহ হবে চোখ আর অর্ধচন্দ্র হবে সেই মুখের হাসি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনা ঘটবে ২৫ এপ্রিল, শুক্রবার ভোরবেলা, সূর্য ওঠার ঠিক আগে।


কখন এবং কোথা থেকে দেখা যাবে?


এই দৃশ্যটি দেখা যাবে পূর্ব আকাশে সূর্যোদয়ের প্রায় এক ঘণ্টা আগে। বিশ্বের যেকোনো জায়গা থেকেই এটি দেখা সম্ভব হবে। তবে শর্ত একটাই, আকাশ থাকতে হবে পরিষ্কার।


কীভাবে দেখা সবচেয়ে ভালো হবে?


খুব ভোরে উঠে প্রস্তুতি নিন,

একটি খোলা জায়গা বেছে নিন, যেখান থেকে আকাশের পূর্ব দিক স্পষ্ট দেখা যায়,

নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেট দেখে নিন।


এই দৃশ্য খুব সংক্ষিপ্ত সময়ের জন্যই দেখা যাবে। যারা মহাজাগতিক সৌন্দর্যের ভক্ত, তাদের জন্য এটি একটি বিরল সুযোগ।


thebgbd.com/NIT