পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২১ এপ্রিল) জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন—চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা, যাকে বদলি করা হয়েছে রেলওয়ে পুলিশে।
রেলওয়ে পুলিশের মো. হাবিবুর রহমানকে বদলি করা হয়েছে চট্টগ্রাম সিএমপিতে।
অন্যদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) শেখ মনিরুজ্জামান মিঠুকে পদোন্নতি দিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বদলিকৃত কর্মকর্তারা যথাসময়ে দায়িত্ব গ্রহণ করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
thebgbd.com/NA