ঢাকা | বঙ্গাব্দ

একসঙ্গে তিন সুখবর দিলেন শবনম বুবলী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী রোববার (২০ এপ্রিল) নিজের ফেসবুক পেজে একসঙ্গে তিনটি আনন্দের খবর জানিয়ে ভক্তদের চমকে দিয়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২১ এপ্রিল, ২০২৫
একসঙ্গে তিন সুখবর দিলেন শবনম বুবলী ছবি : সংগৃহীত।

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী রোববার (২০ এপ্রিল) নিজের ফেসবুক পেজে একসঙ্গে তিনটি আনন্দের খবর জানিয়ে ভক্তদের চমকে দিয়েছেন।


প্রথম সুখবর, আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন থেকে ‘আলোকিত নারী সম্মাননা স্মারক ২০২৫’ পেয়েছেন তিনি। গত ১৯ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ের লায়ন্স টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান তার হাতে এই সম্মাননা তুলে দেন।


পুরস্কার পেয়ে আবেগঘন বুবলী বলেন, “কাজের স্বীকৃতি সবসময়ই ভালো লাগার। কিন্তু যখন একজন নারী হিসেবে সম্মানিত করা হয়, সেটা একটু বেশিই আনন্দ দেয়। এটা গর্বের।”


দ্বিতীয় সুখবর, নিজের প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশনস’-এর মাধ্যমে আসন্ন কোরবানি ঈদেই নতুন রূপে হাজির হচ্ছেন তিনি।

বুবলী জানান, “আমি সিনেমার মানুষ, তাই আমার প্রোডাকশন হাউস থেকেও সিনেমা বানাতে চাই। আশা করছি আগামী বছর তা সম্ভব হবে।”


এ ঈদে একটি নাটকসহ মিউজিক ভিডিও ও বিভিন্ন প্রোগ্রাম নিয়ে হাজির হবেন বুবলী। পাশাপাশি নতুন প্রতিভাদেরও সুযোগ দিতে চান তিনি।


তৃতীয় সুখবর, তিনি এখন একটি লাক্সারি শোরুমের বিজ্ঞাপনের মডেল হয়েছেন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সনক মিত্র, যা খুব শিগগিরই টেলিভিশন পর্দায় দেখা যাবে।


সব মিলিয়ে বুবলীর ক্যারিয়ার এখন নতুন ধাপের দিকে এগোচ্ছে—অভিনয় থেকে প্রযোজনা, পুরস্কার থেকে বিজ্ঞাপন—সবখানেই দারুণ ব্যস্ত ও সাফল্যময় সময় পার করছেন তিনি।



thebgbd.com/NA