ঢাকা | বঙ্গাব্দ

গাজায় বিমান হামলা, নিহত ৭

আল-রিমাল এলাকার চারজন, গাজা শহরের পশ্চিমে আল-সাব্রা এলাকায় দুজন এবং খান ইউনিসে একজন নিহত হয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ২২ এপ্রিল, ২০২৫
গাজায় বিমান হামলা, নিহত ৭ লাশ সড়ানো হচ্ছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মঙ্গলবার জানিয়েছে, হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ড জুড়ে নতুন ইসরায়েলি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, ‘দখলদার ইসরায়েল গাজা শহর, বেইত লাহিয়া, বেইত হানুন এবং খান ইউনিস শহরে সহিংস বিমান হামলা চালিয়ে সাতজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।’


নিহতদের মধ্যে গাজা শহরের কাছে আল-রিমাল এলাকার চারজন, গাজা শহরের পশ্চিমে আল-সাব্রা এলাকায় দুজন এবং খান ইউনিসে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। তিনি আরো বলেন, ‘দখলদার ইসরাইল গাজা শহরের পূর্বে এবং রাফায় ১০টিরও বেশি বাড়ি ধ্বংস করেছে’। ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।


সূত্র: এএফপি


এসজেড