ঢাকা | বঙ্গাব্দ

মেয়ের বিয়ের দিনে দোকানে চুরি, ৫০ ভরি স্বর্ণ খোয়ালেন বাবা

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে ১১-১২ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র দোকানে প্রবেশ করে চুরি সংঘটিত করে। এই ঘটনায় পরিবার ও আত্মীয়দের আনন্দ মুহূর্ত বিষাদে পরিণত হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ এপ্রিল, ২০২৫
মেয়ের বিয়ের দিনে দোকানে চুরি, ৫০ ভরি স্বর্ণ খোয়ালেন বাবা গিনি হাউজ জুয়েলার্স থেকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় ১১-১২ জনের একটি দল।

পঞ্চগড়ে মেয়ের বিয়ের দিনে জুয়েলারি শপে চুরির ঘটনায় অন্তত ৫০ ভরি স্বর্ণালঙ্কার খুইয়েছেন লব বণিক নামের এক ব্যবসায়ী।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে জেলা শহরের বানিয়াপাড়ায় ‘গিনি হাউজ জুয়েলার্স’ নামের দোকানটিতে এ ঘটনা ঘটে।

পরিবার ও ব্যবসায়ীরা জানান, সোমবার ছিল লব বণিকের মেয়ের গায়ে হলুদের আয়োজন, মঙ্গলবার ছিল বিয়ের দিন। এ উপলক্ষে দোকান বন্ধ রেখে তিনি বাড়িতে ছিলেন। ভোরে লব বণিক তার ভাগ্নে নন্দ দত্তকে দোকান খুলতে পাঠালে সে দেখে তালা ভাঙা। পরে পরিবারের সদস্যরা গিয়ে দেখতে পান, দোকানে রাখা প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে। মালিকের দাবি, চুরি হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে ১১-১২ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র দোকানে প্রবেশ করে চুরি সংঘটিত করে। এই ঘটনায় পরিবার ও আত্মীয়দের আনন্দ মুহূর্ত বিষাদে পরিণত হয়।

চুরির প্রতিবাদে পঞ্চগড়ের সব জুয়েলারি দোকান মঙ্গলবার দিনভর বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন, পঞ্চগড়।

সংগঠনের সাধারণ সম্পাদক মধুসূদন বণিক রনি বলেন, ‘গিনি হাউজ জুয়েলার্সে তালা ভেঙে চোরেরা প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এই ঘটনায় আমরা সবাই মর্মাহত। তাই জেলায় সব জুয়েলারি দোকান বন্ধ রাখা হয়েছে।’

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান সময় সংবাদকে বলেন, ‘পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হয়েছেন। তারা এজাহার দিলে মামলা গ্রহণ করা হবে। ঘটনার তদন্ত চলছে।’


thebgbd.com/NIT