ঢাকা | বঙ্গাব্দ

ড. ইউনূসের সঙ্গে কাতারে হলিউড অভিনেতার সাক্ষাৎ

আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে চার দিনের সফরে কাতারে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ এপ্রিল, ২০২৫
ড. ইউনূসের সঙ্গে কাতারে হলিউড অভিনেতার সাক্ষাৎ ছবি : সংগৃহীত।

আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে চার দিনের সফরে কাতারে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


সফরের অংশ হিসেবে কাতারের রাজধানী দোহায় তিনি সাক্ষাৎ করেছেন লন্ডনে জন্ম নেওয়া বিশ্বখ্যাত হলিউড অভিনেতা ইদ্রিস এলবার সঙ্গে। এ সময় তারা সংক্ষিপ্ত সময়ের জন্য কিছু মুহূর্ত ভাগাভাগি করেন। সেই মুহূর্তের দুটি ছবি পোস্ট করা হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে।


স্থানীয় সময় সোমবার রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা। কাতারের প্রটোকলপ্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাঁকে স্বাগত জানান।


২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এবারের আর্থনা সম্মেলনের প্রতিপাদ্য— ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।’ এই সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ড. ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।


thebgbd.com/NA