ঝালকাঠি পৌরশহরের বাসিন্দা ইমন চৌধুরী এক সময় হার্ডওয়ারের দোকানের পাশাপাশি ঠিকাদারি করতেন। গত ৫ আগস্ট সরকার পতনের পরে তার ঠিকাদারি ও ব্যবসায়ের অবস্থা তেমন একটা ভালো যাচ্ছিল না।
পরে তিনি বিভিন্ন মানুষের পরামর্শ নিয়ে ঝালকাঠি পৌর শহরের ব্রাক মোড়ে ভাতের হোটেল করেন। আর সেই ভাতের হোটেলের নাম দেন ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’।
এই নামের কারণে হোটেলটি ভাইরাল হয়েছিল। দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসতো তার হোটেলটিতে। কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেল আলোচিত এই হোটেলটি।
ব্র্যাক মোড় এলাকার বাসিন্দা জাকির সরদার বলেন, হাউন আঙ্কেল নামে একটি ভাতের হোটেল চালু হওয়ার পর ভাইরাল হয়ে যায়। অনেক দূরদূরান্ত থেকে লোকজন এখানে ছুটে আসতেন। কিন্তু হঠাৎ করে গত একমাস ধরে হোটেলটি বন্ধ দেখা যায়।
হোটেলের মালিক ইমন চৌধুরী জানান, হোটেলটির নাম হাউন আঙ্কেল দেওয়ার কারণে ভাইরাল হয়ে যায়। হোটেলটি খুব ভালো চলছিল। কিন্তু আমি পুনরায় ঠিকাদারি কাজ শুরু করার কারণে হোটেলটি চালাতে পারছি না। তাছাড়া অনেক পরিশ্রম করতে হয়। সকালে খুব তাড়াতাড়ি উঠতে হয়, সব মিলিয়ে আমি হোটেলটি চালু রাখতে পারিনি।
thebgbd.com/NA