ঢাকা | বঙ্গাব্দ

সংস্কার ও নির্বাচন দুটিই চাই: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশ ও জনগণের জন্য প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে সময়মতো নির্বাচন দিতে হবে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৩ এপ্রিল, ২০২৫
সংস্কার ও নির্বাচন দুটিই চাই: মির্জা আব্বাস ছবি : সংগৃহীত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশ ও জনগণের জন্য প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে সময়মতো নির্বাচন দিতে হবে। তিনি বলেন, "আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। যে সংস্কার মানুষের প্রয়োজন, তার বাইরে অপ্রয়োজনীয় সংস্কার দরকার নেই। নির্বাচনের বিকল্প নির্বাচন।"


বুধবার (২৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "দেশের মানুষের জন্য যে সংস্কারটুকু প্রয়োজন তা শেষ করেই নির্বাচন দিতে হবে। নির্বাচনটা আমরা যথাসময়ে আশা করতে পারি। আমি আশা করছি নির্বাচনটা হবে।"


আলোচনা সভায় ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে মির্জা আব্বাস সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, "আপনার আশপাশে আওয়ামী লীগের প্রোডাক্ট থেকে সতর্ক থাকুন। তারা আপনাকে ডিরেইল করে ফেলতে পারে।"


সাংবাদিকদের প্রতি অভিযোগ করে তিনি বলেন, "আমি কথা বললেই দেশি-বিদেশি কিছু সাংবাদিক টুইস্ট করে ভুল বোঝাবুঝি তৈরি করেন।"


বিদেশে বসে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে তিনি বলেন, "বিদেশে বসে কিছু ব্লগার বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছে। তারা দেশের শত্রু, জাতির শত্রু। সবার কথা বলার অধিকার আছে। সত্যি কথা বলেন, কিন্তু মিথ্যা বলে কারো চরিত্র হনন করবেন না। এখন তো দেশ স্বাধীন, দেশে এসে দেশ গঠনে কাজ করুন।"


thebgbd.com/NA