খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাম্প্রতিক ঘটনাবলীতে গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের শাস্তি এবং নিরাপদ, স্বাভাবিক একাডেমিক পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকায় কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থেকে ছাত্রদলের ফরম সংগ্রহ করেন। পরবর্তীতে ক্যাম্পাসে ফিরে এলে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। ভিডিও ফুটেজসহ বিভিন্ন মাধ্যম এ ঘটনার প্রমাণ বহন করছে। এরপর ওই ঘটনার জেরে স্থানীয় ব্যবসায়ীদের সাথেও সংঘর্ষ বাধে এবং শিক্ষকরা পর্যন্ত লাঞ্ছনার শিকার হন।
ছাত্রদল মনে করে, এসব ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং শিষ্ঠাচারবহির্ভূত। তারা দাবি করে, এ ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যাতে ভবিষ্যতে এমন মব কালচারের পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে প্রশাসনকে সচেষ্ট থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, একটি রাজনৈতিক গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে যেকোনো ঘটনার সঙ্গে ছাত্রদলকে জড়ানোর অপপ্রচারে লিপ্ত রয়েছে। ছাত্রদল এ ধরনের ‘হীন অপচেষ্টার’ নিন্দা জানায়।
ছাত্রদল কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের সাহসী অবস্থানকে স্বাগত জানিয়ে বলে, এই প্রতিবাদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের গোটা শিক্ষাব্যবস্থার সুরক্ষার জন্য।
তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দলের পরিদর্শনের বিষয়টি উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করে যে, এই দল কুয়েটে একটি নিরাপদ ও সম্মাননীয় একাডেমিক পরিবেশ গঠনে আন্তরিক থাকবেন এবং যেসব শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে, সেই সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করবেন।
thebgbd.com/NA