ঢাকা | বঙ্গাব্দ

ঝুলন্ত রশির নিচে উপুড় হয়ে পড়েছিল মাসুদের মরদেহ

কক্সবাজারের উখিয়ায় নিজ ঘর থেকে আব্দুল্লাহ আল মাসুদ (২৩) নামে এক এনজিওকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
  • | ১৬ মে, ২০২৪
ঝুলন্ত রশির নিচে উপুড় হয়ে পড়েছিল মাসুদের মরদেহ সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় নিজ ঘর থেকে আব্দুল্লাহ আল মাসুদ (২৩) নামে এক এনজিওকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাসুদের মরদেহ ঝুলন্ত রশির নিচে চেয়ারের ওপর উপুড় হয়ে পড়েছিল বলে জানায় পুলিশ।


বুধবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিমরত্না ঝাউতলা এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।


আব্দুল্লাহ আল মাসুদ মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার মো. শফির ছেলে। তিনি রোহিঙ্গা শিবিরে কাজ করা ‘এনআরসি’ নামের এক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার শিক্ষা প্রকল্পে শিক্ষক ছিলেন। মাসুদ ঝাউতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।


স্থানীয়রা জানান, সন্ধ্যায় বিদ্যুৎ থাকলেও বাসার সামনের লাইট বন্ধ দেখে মাসুদের বাসার মালিক রাসেল তার দরজায় নক দেন এবং ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে পরে জানালা দিয়ে উঁকি দিতেই মাসুদকে ঝুলন্ত রশির নিচে চেয়ারের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। এরপর তিনি পুলিশে খবর দেন।


গত ৪-৫ মাস আগে ভাড়া বাসাটিতে ওঠেন মাসুদ। তার ব্যাপারে কারও কোনো অভিযোগও পাওয়া যায়নি।


এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।