ঢাকা | বঙ্গাব্দ

নাপাক অবস্থায় নামাজ পড়লে ইসলামে যা বলা হয়েছে

  • নিজস্ব প্রতিবেদক | ২৪ এপ্রিল, ২০২৫
নাপাক অবস্থায় নামাজ পড়লে ইসলামে যা বলা হয়েছে ফাইল ছবি

ইসলামে নামাজ একটি ফরজ ইবাদত—যা শর্তসাপেক্ষে আদায় করতে হয়। এর অন্যতম শর্ত হলো পবিত্রতা বা তাহারাত। কেউ যদি নাপাক অবস্থায়—অর্থাৎ পবিত্রতা ছাড়া—নামাজ আদায় করে, তাহলে সেই নামাজ গ্রহণযোগ্য হয় না।


নবী করিম (সা.) বলেছেন, "নামাজ কবুল হয় না, যদি কেউ ওজু না করে" (সহীহ মুসলিম)। আরও বলা হয়েছে, "তোমাদের কেউ যদি পায়খানা বা প্রস্রাব করে আসে, তাহলে সে যেন ওজু না করে নামাজ না পড়ে"।


নাপাক অবস্থার ধরন:


১. শরীর বা কাপড়ে নাপাকি (যেমন পেশাব, রক্ত ইত্যাদি)

২. বিনা ওজুতে নামাজ পড়া

৩. জুনুব (সঙ্গম বা স্বপ্নদোষ) অবস্থায় গোসল ছাড়া নামাজ পড়া


এমন অবস্থায় নামাজ পড়লে সেটি বাতিল বলে গণ্য হয় এবং পরে সেই নামাজ পুনরায় আদায় (কাজা) করতে হয়।


কুরআনে আল্লাহ বলেন, "হে ঈমানদারগণ! তোমরা নামাজের কাছাকাছি যেয়ো না, যখন তোমরা মদ্যপ অবস্থায় বা অপবিত্র (জুনুব), যতক্ষণ না গোসল করো..." (সূরা আন-নিসা: ৪৩)।


নামাজের আগে ওজু করা ও পবিত্র থাকা শুধু শরিয়তের বিধান নয়, বরং তা আত্মিক পরিশুদ্ধির মাধ্যমও। কেউ যদি অজ্ঞতাবশত নাপাক অবস্থায় নামাজ পড়ে ফেলেন, তবে তা মাফযোগ্য হতে পারে, তবে জেনে-বুঝে করলে তা গোনাহের শামিল এবং সেই নামাজ অবশ্যই পুনরায় পড়তে হবে।


thebgbd.com/NIT