ইসলামে নামাজসহ যেকোনো ইবাদতের পূর্বশর্ত হলো পবিত্রতা। কিন্তু যদি কেউ এমন অবস্থায় থাকেন যেখানে পানি পাওয়া যায় না, বা অসুস্থতার কারণে পানি ব্যবহার করা সম্ভব নয়, তখন ইসলাম বিকল্প হিসেবে তায়াম্মুমের অনুমতি দিয়েছে। এটি একটি করুণা, যাতে কেউ ইবাদত থেকে বঞ্চিত না হয়।
পবিত্র কুরআনে বলা হয়েছে, “যদি পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো; তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করো” (সূরা আন-নিসা: ৪৩)। হাদীসেও এসেছে, “পুরো পৃথিবীকেই আমার জন্য পবিত্র ও মসজিদস্বরূপ বানানো হয়েছে” (সহীহ মুসলিম)। অর্থাৎ, পবিত্র মাটি দিয়েই তায়াম্মুম বৈধ।
তায়াম্মুমের নিয়ম খুবই সহজ। প্রথমে নিয়ত করতে হয় যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্রতা অর্জন করতে চান। এরপর দুই হাত পবিত্র মাটি, বালি, ইট বা দেয়ালের ধুলায় ছোঁয়াতে হবে। অতঃপর সেই হাত দিয়ে মুখে মাসেহ করতে হয়, তারপর আবার ধুলায় হাত ছুঁয়ে ডান ও বাম হাত কবজি পর্যন্ত মাসেহ করতে হয়। একবার ধুলায় হাত দিয়েই মুখ ও হাত মাসেহ করলেও তায়াম্মুম সম্পন্ন হয়।
তবে তায়াম্মুম কেবল তখনই বৈধ, যখন সত্যিই পানি না পাওয়া যায় বা ব্যবহার বিপজ্জনক হয়। পানি পেয়ে গেলে তায়াম্মুম বাতিল হয়ে যায় এবং আবার ওযু বা গোসল ফরজ হয়।
তায়াম্মুম ইসলামের সহজতা ও মানবিকতার দৃষ্টান্ত। এটি প্রমাণ করে যে, অসুবিধা কখনো ইবাদতের অন্তরায় হতে পারে না, যদি ইচ্ছা থাকে আল্লাহর নৈকট্য লাভের। আল্লাহ পবিত্রতা ভালোবাসেন, আর তিনি তার বান্দাদের জন্য কখনোই কষ্ট চান না।
thebgbd.com/NIT