ঢাকা | বঙ্গাব্দ

ফজরের নামাজ নিয়ে বার্তা

  • নিজস্ব প্রতিবেদক | ২৪ এপ্রিল, ২০২৫
ফজরের নামাজ নিয়ে বার্তা ফাইল ছবি

ফজরের নামাজ ইসলামের প্রথম ফরজ নামাজ, যা দিন শুরু হওয়ার আগেই আদায় করতে হয়। এটি সূর্যোদয়ের আগে দুই রাকআত সুন্নত এবং পরে দুটি ফরজ রাকআতসহ পড়তে হয়। ফজরের নামাজ দিনব্যাপী ইবাদত ও আধ্যাত্মিক শান্তির একটি গুরুত্বপূর্ণ সূচনা। রাসূল (সা.) বলেছেন, "যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল, তার জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা রয়েছে" (সহীহ মুসলিম)। এটি আমাদের জীবনে শারীরিক ও মানসিক সুস্থতা আনে, কারণ এই সময় আল্লাহর কাছে বিশেষ দোয়া গ্রহণ করা যায়।


ফজরের নামাজের সঙ্গে বিশেষ একটি দোয়া রয়েছে—যা মানব জীবনের জন্য কল্যাণকর এবং জীবনের দুনিয়া ও আখিরাতের উন্নতি নিশ্চিত করে। কুরআনে আল্লাহ তায়ালা বলেন, "সত্যই, ফজরের নামাজ এক মহান ও বরকতময় কাজ" (সূরা ইসরা: ৭৮)।


এটি নামাজের শুদ্ধতা ও আল্লাহর সন্তুষ্টি লাভের একটি অন্যতম মাধ্যম। তাই, প্রতিদিনের ফজরের নামাজ অতি গুরুত্বপূর্ণ—এটি আমাদের দিনের প্রথম কাজে আল্লাহর প্রার্থনায় ডুবে থাকা এবং জীবনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলা।


thebgbd.com/NIT