ঢাকা | বঙ্গাব্দ

অবশেষে পদত্যাগ করলেন কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্য

  • নিজস্ব প্রতিবেদক | ২৪ এপ্রিল, ২০২৫
অবশেষে পদত্যাগ করলেন কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্য কুয়েটের ভিসি অধ্যাপক মুহাম্মদ মাছুদ।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান ছাত্র আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ মাছুদ এবং সহউপাচার্য শেখ শরীফুল আলম পদত্যাগ করেছেন।


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তিনি জানান, উভয়ের পদত্যাগপত্র গৃহীত হওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।


এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটে সাম্প্রতিক ঘটনাবলির কারণে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে উপাচার্য ও সহউপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিগগিরই একটি সার্চ কমিটি গঠন করে উপাচার্য ও সহউপাচার্যের পদে নতুন নিয়োগ দেওয়া হবে।


এছাড়া, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত রাখতে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


উল্লেখ্য, সম্প্রতি কুয়েটে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর চাপ বাড়তে থাকে এবং এক পর্যায়ে উপাচার্য ও সহউপাচার্য পদত্যাগের সিদ্ধান্ত নেন।


thebgbd.com/NIT