সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচ ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাফুফে।
সেই উপলক্ষ্যে আজ কম্পিটিশন কমিটির এক সভা করেছে ফুটবল ফেডারেশন। সেই সভায় জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারাও ছিলেন।ম্পটিশন কমিটির চেয়ারম্যান বাফুফে নির্বাহী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস। তিনি চেয়ারম্যান হলেও গণমাধ্যমে ব্রিফ করেছেন কমিটির সদস্য ও আরামবাগ ক্লাবের সভাপতি তাজওয়ার আউয়াল।
তিনি বলেন, 'আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই। সমর্থকরা যেন মাঠে এসে খেলা দেখতে পারেন এজন্য আজ স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। জাতীয় ক্রীড়া পরিষদও আমাদের সহায়তা করছে।’ সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনলাইনে টিকিট বিক্রি করছে। বাফুফেও সেই পথে হাটতে চায়, 'আমরা অনলাইনে টিকিট বিক্রি করব।
টিকিটের দাম কত হবে সেটা মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে পরবর্তীতে ফেডারেশনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।'
thebgbd.com/AR