কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার জেরে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা তাৎক্ষণিকভাবে স্থগিত ঘোষণা করেছে ভারত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের সব বিদ্যমান বৈধ ভিসা আগামী ২৭ এপ্রিল ২০২৫ থেকে বাতিল বলে গণ্য হবে। তবে মানবিক বিবেচনায় মেডিকেল ভিসা ২৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।
ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ভিসার সংশোধিত মেয়াদ অনুযায়ী দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সরকার এবং যারা বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন, তাদের যত দ্রুত সম্ভব দেশে ফেরার অনুরোধ জানানো হয়েছে।
এই পদক্ষেপ নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুযায়ী নেওয়া হয়েছে বলে জানায় নয়াদিল্লি।
thebgbd.com/NA