কমিউনিটি ক্লিনিকে সেবার ক্ষেত্রে দ্বৈততা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেছেন, একই পরিবারে একাধিক স্বাস্থ্যকর্মী আলাদা আলাদা সেবা দিচ্ছেন, যা সমন্বয়ের অভাবে বিশৃঙ্খলা তৈরি করছে। সরকার এ সমস্যা সমাধানে কাজ করছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সায়েদুর রহমান বলেন, “স্বাস্থ্যসেবা একটি দলীয় কাজ। কিন্তু এক পরিবারে একদিকে স্বাস্থ্যকর্মী সেবা দিতে যাচ্ছেন, অন্যদিকে পরিবার পরিকল্পনা মাঠকর্মী, আবার রয়েছে ওষুধ বিতরণে নিয়োজিত সিএইচসিপি। ফলে একই ধরনের কাজ তিনবার হচ্ছে। এই দ্বৈততা দূর করতে সরকার সেবাদানের সমন্বয় ঘটাতে চায়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও স্বাস্থ্য খাতবিষয়ক সংস্কার কমিশনের সভাপতি এ কে আজাদ খান, কমিশনের সদস্য অধ্যাপক সৈয়দ আতিকুল হক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাহিনুল আলম, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
এবার চিকিৎসক সপ্তাহের প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশ বিনির্মাণে দরকার চিকিৎসা খাতে সংস্কার’। বক্তারা বলেন, চিকিৎসা খাতে নৈতিকতা, জবাবদিহি ও কাঠামোগত উন্নয়ন ছাড়া কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাবে না। অপরিকল্পিতভাবে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ গড়ে ওঠা এবং সাংবাদিকদের দায়িত্বহীন প্রতিবেদন নিয়েও আলোচনা হয় অনুষ্ঠানে।
thebgbd.com/NA