লেবাননের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, সীমান্তবর্তী গ্রামে ড্রোন হামলায় আটজন আহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, হাওশ আল-সায়েদ আলীর সীমান্তবর্তী গ্রামে ‘বিস্ফোরকবাহী ড্রোন বিস্ফোরণে’ উত্তর-পূর্বাঞ্চলীয় হারমেলের আটজন সিরীয় শরণার্থী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘গুলির শব্দ শোনার পর’ লেবাননের সেনাবাহিনী সেখানে অতিরিক্ত সেনা পাঠিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ গ্রুপ লেবাননের সীমান্তের কাছে হোমস প্রদেশের কুসাইর এলাকায় সিরিয়ার সেনা অবস্থানগুলোতে কামানের গোলা নিক্ষেপ করেছে।
এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের বাহিনী তাৎক্ষণিকভাবে আগুনের উৎস লক্ষ্য করে হামলা চালায়।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা ঘটনাটি পর্যবেক্ষণের জন্য লেবাননের সেনাবাহিনীর সাথে যোগাযোগ করছি এবং লেবাননের সেনাবাহিনীর অনুরোধে আগুনের উৎসগুলোকে লক্ষ্য করে হামলা বন্ধ করেছি।
এর আগে এক সংঘর্ষে ১০ জন নিহত হওয়ার পর সীমান্ত নিরাপত্তা হুমকি মোকাবেলায় লেবানন এবং সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীরা গত মাসে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। মার্চের শুরুতে সিরিয়ার নতুন সরকার হিজবুল্লাহকে লেবাননের ভূখণ্ডে তিনজন সেনা সদস্যকে অপহরণ করে হত্যা করার অভিযোগ দেয়।
ইরান-সমর্থিত গোষ্ঠী যারা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর সঙ্গে লড়াই করে। লড়াইয়ে জড়িত থাকার কথা অস্বীকার করে। কিন্তু পরবর্তী আন্তঃসীমান্ত সংঘর্ষে সাতজন লেবাননি নিহত হয়। লেবানন এবং সিরিয়া ৩৩০ কিলোমিটার সীমান্ত ভাগ করে নেয় যা পণ্য, মানব এবং অস্ত্র চোরাচালানের জন্য কুখ্যাত।
সূত্র: এএফপি
এসজেড