ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশে গ্যাস সংকট মোকাবিলায় এলএনজি টার্মিনাল স্থাপন

বাংলাদেশে গ্যাস সংকট মোকাবিলার জন্য একটি স্থলভিত্তিক এলএনজি (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) টার্মিনাল স্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ এপ্রিল, ২০২৫
বাংলাদেশে গ্যাস সংকট মোকাবিলায় এলএনজি টার্মিনাল স্থাপন ছবি : সংগৃহীত।

বাংলাদেশে গ্যাস সংকট মোকাবিলার জন্য একটি স্থলভিত্তিক এলএনজি (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) টার্মিনাল স্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দোহা সফরের সময় কাতার এনার্জির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, এই তথ্য জানিয়েছেন বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে।


শফিকুল আলম বলেন, "অনেক উদ্যোক্তা গ্যাসের অভাবে কারখানা স্থাপন করতে পারছেন না, এ জন্য আমরা দ্রুত একটি এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই, যাতে বিদেশ থেকে পর্যাপ্ত গ্যাস আমদানি করা যায়।"


তিনি আরও বলেন, কাতারে হওয়া এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে, যা বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াবে।


অর্থনৈতিক বিষয়ে শফিকুল আলম জানিয়েছেন, পূর্ববর্তী সরকারের আমলে বাংলাদেশে ৩২০ কোটি মার্কিন ডলার ঋণ ছিল, কিন্তু বর্তমান সরকার তা কমিয়ে ৬০ কোটি ডলারে নামিয়ে এনেছে। অবশিষ্ট ঋণও শিগগির পরিশোধ করা হবে বলে তিনি জানান।



thebgbd.com/NA