ঢাকা | বঙ্গাব্দ

‘উপদেষ্টারা কেউ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তা নিশ্চিত করা উচিত’

চলমান সংস্কার ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নির্বাচনের অধিকার প্রসঙ্গে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম মন্তব্য করেছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ এপ্রিল, ২০২৫
‘উপদেষ্টারা কেউ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তা নিশ্চিত করা উচিত’ ছবি : সংগৃহীত।

চলমান সংস্কার ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নির্বাচনের অধিকার প্রসঙ্গে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম মন্তব্য করেছেন। তিনি বলেছেন, উপদেষ্টা পরিষদের কেউ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তা নিশ্চিত করা উচিত।


তিনি আরও বলেন, "সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে, যেখানে সবাই প্রস্তাব দিচ্ছেন। আমি মনে করি, সংস্কারের মত একটি প্রস্তাব প্রথমে আসা উচিৎ। যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা কেউ-ই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।"


ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম এ সময় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি উল্লেখ করেন, "ছাত্র সমন্বয়ক যারা ছিলেন তাদের সতীর্থরা এখনও উপদেষ্টা পরিষদে আছেন। যখন তারা রাজনীতি করছেন এবং দল গোছাচ্ছেন, তখন কীভাবে তারা নিরপেক্ষ?"


এছাড়া তিনি বলেন, "আমরা চাই না নতুন রাজনৈতিক দল অঙ্কুরেই বিনাশ হয়ে যাক। আমরা চাই নতুন ধারার রাজনৈতিক দল আসুক, এবং আমরা তাদের সাধুবাদ জানাই।"



thebgbd.com/NA