ঢাকা | বঙ্গাব্দ

আলোচনার দাবি ‘ভিত্তিহীন’

চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনার অগ্রগতির বিষয়ে যে কোনও দাবি ভিত্তিহীন এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই।
  • অনলাইন ডেস্ক | ২৫ এপ্রিল, ২০২৫
আলোচনার দাবি ‘ভিত্তিহীন’ চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ।

বেইজিং বৃহস্পতিবার জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তাদের বাণিজ্য আলোচনা চলছে—এমন যেকোনো দাবি ‘ভিত্তিহীন’। এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর আরোপিত উচ্চ শুল্ক হ্রাসে একটি চুক্তির সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন।


বেইজিং থেকে এএফপি জানায়, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি বর্তমানে পাল্টাপাল্টি শুল্ক আরোপের মাধ্যমে তীব্র বাণিজ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। ট্রাম্পের নতুন শুল্কের কারণে অনেক চীনা পণ্যের ওপর শুল্ক ১৪৫ শতাংশে পৌঁছেছে। এর জবাবে, বেইজিং যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।


এই শুল্ক-সুনামি—যা ট্রাম্পের ‘অন্যায্য বাণিজ্য চর্চা’র প্রতিক্রিয়া এবং যুক্তরাষ্ট্রের শিল্পক্ষেত্রে পুনরুজ্জীবনের প্রয়াস হিসেবে উল্লেখ করেছেন—বাজারগুলোকে নাড়িয়ে দিয়েছে এবং বৈশ্বিক মন্দার আশঙ্কা তৈরি করেছে।


ট্রাম্পের প্রতিদিন আলোচনা হওয়ার দাবি অস্বীকার করেছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়াদং এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বৈদেশিক অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিসেবে জোর দিয়ে বলতে চাই, বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনা চলছে না।’


তিনি আরও বলেন, ‘চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনার অগ্রগতির বিষয়ে যে কোনও দাবি ভিত্তিহীন এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই। চীন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছে যেন তারা তাদের ভুল নীতিমালা সংশোধন করে, আলোচনার জন্য প্রয়োজনীয় আন্তরিকতা প্রদর্শন করে এবং সমতার ভিত্তিতে সংলাপ ও পরামর্শের সঠিক পথে ফিরে আসে।’


ট্রাম্প বুধবার সাংবাদিকদের বলেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি ‘ন্যায়সঙ্গত চুক্তি’ করতে যাচ্ছে। আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সব কিছুই চলছে।’ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘প্রতিদিন।’


সূত্র: এএফপি


এসজেড