ঢাকা | বঙ্গাব্দ

পৃথক বলয় তৈরিতে এনসিপিও?

  • নিজস্ব প্রতিবেদক | ২৬ এপ্রিল, ২০২৫
পৃথক বলয় তৈরিতে এনসিপিও? ফাইল ছবি

বাংলাদেশে নির্বাচন কবে হবে, এ বিষয়ে এখনো কোনো রোডম্যাপ প্রকাশ করা হয়নি। তবে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে দেখা যাচ্ছে নানা মেরুকরণ। বিশেষ করে ছোট দলগুলোর চারপাশে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের বলয় তৈরি করার উদ্যোগ নিচ্ছে।


জামায়াত ও বিএনপি যখন আলাদাভাবে বলয় গড়তে তৎপর, তখন নতুন রাজনৈতিক দল এনসিপি কোন দিকে ঝুঁকবে, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। যদিও এনসিপি বলছে, তারা কোনো জোটের সঙ্গে যাচ্ছে না।


তবে সাম্প্রতিক কার্যক্রম এনসিপির অবস্থান নিয়ে সন্দেহ বাড়াচ্ছে। গত রোববার দলটির নেতাদের বৈঠক করতে দেখা গেছে খেলাফত মজলিসের সঙ্গে। এর আগে এনসিপি আলোচনায় বসেছিল হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গেও। এসব বৈঠক থেকে ধারণা জোরালো হচ্ছে, এনসিপি নিজেরাই আলাদা একটি রাজনৈতিক বলয় তৈরি করতে পারে।


তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা এখন কোনো রাজনৈতিক জোট গঠন করছি না। আমাদের লক্ষ্য আওয়ামী লীগের বিচার, রাষ্ট্রীয় সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিকে সামনে আনা।” তিনি আরও জানান, এনসিপি জনগণের সঙ্গে যুক্ত হতে এবং নিজেদের অবস্থান তুলে ধরতেই বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছে।


তবে বিশ্লেষকদের মতে, বিএনপি, জামায়াত ও এনসিপি তিন দলই সচেতনভাবে একে অপরকে এড়িয়ে চলার কৌশল নিচ্ছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, দলগুলো তখন নিজের স্বার্থ, সম্ভাব্য সংসদ সদস্য পদ পাওয়া এবং লাভ-ক্ষতির ভিত্তিতে জোট নির্ধারণ করবে। সুতরাং এখনকার অবস্থানই চূড়ান্ত নয়।


thebgbd.com/NIT