ঢাকা | বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

  • নিজস্ব প্রতিবেদক | ২৬ এপ্রিল, ২০২৫
মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে মেদিনীপুর সীমান্তে আয়োজিত এ বৈঠকে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, হত্যা বন্ধ ও মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।


মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, বিএসএফের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে বলেই আশা করা যায়।


বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমারের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। আলোচনা শেষে দুই বাহিনীর সদস্যরা সীমান্তের জিরো লাইন ধরে ২.৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে যৌথ পরিদর্শন করেন।


thebgbd.com/NIT