খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। শুক্রবার (২৫ এপ্রিল) জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুয়েট আইন ২০০৩-এর ধারা অনুযায়ী, দুইজনকেই নিজ নিজ বিভাগে প্রত্যাবর্তনের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সাম্প্রতিক সংঘর্ষ, শিক্ষার্থী বিক্ষোভ, অনশন এবং শৃঙ্খলাজনিত অচলাবস্থা নিরসনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।
প্রসঙ্গত, ১৮ ফেব্রুয়ারির ছাত্রদল-যুবদল ও শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন ৫০ জনের বেশি। এরপর একাধিক বহিষ্কার, আন্দোলন ও অনশন পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলে। ২২ এপ্রিল থেকে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেন এবং ভিসির পদত্যাগ দাবি করেন। অধ্যাপক মাছুদ নিজে পদত্যাগে অস্বীকৃতি জানালেও শেষ পর্যন্ত সরকারই তাকে সরিয়ে দেয়।
শিগগিরই সার্চ কমিটির মাধ্যমে নতুন ভিসি ও প্রোভিসি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
thebgbd.com/NIT