ঢাকা | বঙ্গাব্দ

বিমানবন্দর এলাকায় ফ্লাইওভারে ওপর মাইক্রোবাসে আগুন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ফ্লাইওভারে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
  • | ১৬ মে, ২০২৪
বিমানবন্দর এলাকায় ফ্লাইওভারে ওপর মাইক্রোবাসে আগুন সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ফ্লাইওভারে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। এতে হতাহত হয়নি।


আজ বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে জানান, দুপুর ১২টা ৫ মিনিটের দিকে মাইক্রোবাসেটিতে আগুন লাগে বলে খবর পাই। এরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।


তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।


কুর্মিটোলা ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোনায়েম বিল্লাহ গণমাধ্যমকে জানান, গাড়িটিতে শুধুমাত্র চালক ছিলেন। কোনো যাত্রী ছিলেন না। আগুন লাগার পর চালক বাইরে বেড়িয়ে আসেন। কেউ হতাহত হয়নি।