ঢাকা | বঙ্গাব্দ

লু ঢাকা ঘুরে যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকায় তিন দিনের সফর শেষে ডোনাল্ড লু ফিরে যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে।
  • | ১৬ মে, ২০২৪
লু ঢাকা ঘুরে যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে: পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকায় তিন দিনের সফর শেষে ডোনাল্ড লু ফিরে যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে। বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভায় তিনি এই কথা বলেন।


ড. হাছান মাহমুদ বলেন, ডোনাল্ড লু বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায়। বিএনপি এখন খেই হারিয়ে ফেলেছে। তারা আবোলতাবোল বলছে। কেউ যখন আশার আলো দেখে না তখন খেই হারিয়ে ফেলে।


তিনি আরও বলেন, দেশ বিরোধী ষড়যন্ত্র করে বিএনপি নিজেরাই হাওয়ায় হারিয়ে যাবে। আমরা চাই না তারা হারিয়ে যাক। শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দলের দরকার আছে।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বদেশে ফিরে আসার এই ৪৩ বছরের পথ চলায় শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সাথেই ছিলেন। বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরেও কখনো তাকে দমানো যায়নি।

তাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়। প্রতিনিয়ত জনগণের কল্যাণেই কাজ করে চলেছেন।