গত কয়েক বছর ধরে ছন্দে নেই জার্মানি ফুটবল দল। টানা দুই বিশ্বকাপে (রাশিয়া ও কাতার) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এবার নিজেদের মাটিতে ইউরো চ্যাম্পিয়নশিপ খেলবে মুলার-নয়াররা। আগামী মাসে শুরু হবে ইউরোপ সেরার লড়াই।
স্বাগতিক দেশ হওয়ায় জার্মানিকে এবারের ইউরোর বাছাই পর্ব খেলতে হয়নি। তাই প্রীতি ম্যাচ খেলেই নিজেদের প্রস্তুতি সেরেছে তিনবারের ইউরোপসেরারা।
চমক রেখেই ইউরো ২০২৪-এর দল ঘোষণা করেছে জার্মানি। অধিনায়ক করা হয়েছে ইলকায় গুনদোয়ানকে। ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়ের পথে বড় অবদান ছিল হামেলসের। একাই করেছিলেন দুই গোল। অথচ দলে জায়গা হয়নি বরুশিয়া ডর্টমুন্ডকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তোলার অন্যতম নায়ক এই ম্যাটস হামেলসের। ২৭ সদস্যের দলে নেই সার্জ নাব্রি, লিওন গোরেৎসকা, টিমো ভেরনার, নিকলাস সুলেরাও।
আগামী জুনে জার্মানির চারটি ম্যাচ অপেক্ষা করছে। ৪ জুন তারা মুখোমুখি হবে ইউক্রেইনের। ৮ জুন খেলবে গ্রিসের বিপক্ষে। ১৪ জুন মিউনিখে স্কটল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। ১৯ জুন তাদের প্রতিপক্ষ হাঙ্গেরি।
জার্মানি স্কোয়াড:
গোলরক্ষক: অলিভার বাউমান, অ্যালেক্স নুবেল, ম্যানুয়েল নয়্যার, মার্ক-আন্ড্রে টের স্টেগান
ডিফেন্ডার: বেঞ্জামিন হেনরিখস, জশুয়া কিমিচ, রবিন কোচ, ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টেড, ডেভিড রাউম, আন্তোনিও রুডিগার, নিকো স্লোটারবেক, জোনাথন তাহ
মিডফিল্ডার: রবার্ট আন্দ্রিচ, ক্রিস ফুয়েরিখ, পাসকাল গ্রস, ইকাই গুন্দোয়ান, টনি ক্রুস, জামাল মুসিয়ালা, আলেকজান্ডার পাভলোভিচ, লেরয় সানে, ফ্লোরিয়ান ভির্টজ
ফরোয়ার্ড: ম্যাক্সিমিলিয়ান বিয়ার, নিক্লাস ফুয়েলক্রুগ, কাই হাভার্টজ, থমাস মুলার, ডেনিজ উন্ডাভ।