ঢাকা | বঙ্গাব্দ

শুধু জুনায়েদ এলো নিষ্প্রাণ দেহে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝরনায় গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
  • | ১৬ মে, ২০২৪
শুধু জুনায়েদ এলো নিষ্প্রাণ দেহে সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝরনায় গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।


বৃহস্পতিবার (১৬ মে) বন্ধুদের নিয়ে ঘুরতে এসে ঝরনায় গোসলে নামলে নিখোঁজ হয় সে। রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।


ছাত্রের নাম জুনায়েদ৷ সে চট্টগ্রাম হাজী মুহম্মদ মহসিন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। সকাল ৯টায় শাটলে করে ১০/১৫ জন বন্ধুবান্ধব মিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝরনায় ঘুরতে যায় তারা।

দুপুরে প্রায় পৌনে ১টার দিকে ঝরনায় নামে। আধা ঘণ্টা পর সবাই উঠে এলেও খুঁজে পাওয়া যায়নি জুনায়েদকে। দুপুর ২ টা পর্যন্ত খোঁজার পর বাকিরা ট্রেন ধরতে ফিরে আসে।


পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংশ্লিষ্টতায় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের পর রাত ৯ টা ২০ মিনিটে ছাত্রটির মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী ফায়ার স্টেশন অফিসার আব্দুল মান্নান।