দলের বাজে সময়ে কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। ঘোষণা দেন মৌসুম শেষেই ক্লাব ছাড়ার। এরপর দল ফিরে পায় ছন্দ, তারপরও নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা জানান সাবেক এই স্প্যানিশ ফুটবলার। তবে ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার সঙ্গে আলাপের পর সিদ্ধান্ত বদলেই ফেললেন জাভি। জানা গেছে, আগের চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত বার্সাতেই থাকছেন তিনি।
স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে বৈঠক করে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাভি। পদত্যাগের ঘোষণার পর থেকেই লাপোর্তা জাভির মন পাল্টানোর চেষ্টা করছিলেন। অবশেষে তাকে রাজি করাতে পেরেছেন।
২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নেন জাভি হার্নান্দেজ। এরপর তার অধীনে গত মৌসুমে লা লিগা জেতে বার্সা। কিন্তু এ মৌসুমে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন। লিগ শিরোপা হাত থেকে প্রায় ফসকেই গেছে। গত সপ্তাহে পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিয়েছে কাতালানরা।