বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পুমদী ইউনিয়নের পুমদী গ্রামের একটি পতিত জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিক ওই বৃদ্ধার পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে ওই নারীর বয়স ৭৫ থেকে ৮০ হতে পারে।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, পতিত জমিতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি ভবঘুরে ধরনের ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, তার মানসিক সমস্যাও ছিলো।