ঢাকা | বঙ্গাব্দ

বৈশ্বিক শান্তির আহ্বান পোপের

শিকাগোতে জন্মগ্রহণকারী নতুন পোপ মাদার মেরির উদ্দেশ্যে প্রার্থনার পর জনসম্মুখে বিশ্ব ঘটনাবলি কিছুটা তুলে ধরেন।
  • অনলাইন ডেস্ক | ১২ মে, ২০২৫
বৈশ্বিক শান্তির আহ্বান পোপের পোপ লিও

ক্যাথলিক চার্চের পোপ হিসেবে দায়িত্ব গ্রহণের পর রোববার দ্বিতীয়বারের মতো জনসম্মুখে উপস্থিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ-বিগ্রহ বন্ধ করে শান্তির আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। ভ্যাটিকান সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


‘রেজিনা কোয়েলি’ প্রার্থনায় অংশ নিতে রোববার হাজারো মানুষ সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হন। তারা উল্লাস, করতালি ও উৎসাহের সঙ্গে পতাকা উড়ান। তখন সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে পোপ লিও চতুর্দশ ভক্তদের বলেন, প্রিয় ভাই ও বোনেরা, শুভ রোববার।


‘আজকের নাটকীয় পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিরাজ করছে- যেমনটি পোপ ফ্রান্সিস বারবার বলে গেছেন। বিশ্বের শক্তিশালীদেরও সম্বোধন করছি, চিরকালীন আহ্বানটি পুনরাবৃত্তি করছি, আর যুদ্ধ নয়!’


শিকাগোতে জন্মগ্রহণকারী নতুন পোপ মাদার মেরির উদ্দেশ্যে প্রার্থনার পর জনসম্মুখে বিশ্ব ঘটনাবলি কিছুটা তুলে ধরেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বার্ষিকীর কথা উল্লেখ করেছেন, যে যুদ্ধে ৬ কোটি মানুষ প্রাণ হারান।


পূর্বসূরী ফ্রান্সিসের মতো তিনিও ইউক্রেনে ‘প্রকৃত, ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির’ আহ্বান জানান। একইসঙ্গে তিনি গাজা উপত্যকার ঘটনাবলিতে ‘গভীরভাবে দুঃখ’ প্রকাশ করে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদান করতে হবে এবং সকল জিম্মিদের মুক্তি দিতে হবে।


সূত্র: এএফপি


এসজেড