পেস বোলিংয়ে প্রথম পছন্দ হলেও পুরোপুরি ম্যাচ ফিট হওয়ার আগেই তাসকিনকে নিয়ে কোন তাড়াহুড়ো না করার পরামর্শ সাবেকদের। তাদের শঙ্কা, তাতে গোটা ক্যারিয়ারই হুমকির মুখে পড়তে পারে ঢাকা এক্সপ্রেসের। ওয়ার্কলোড ম্যানেজ করে খেলতে না পারার জন্য, বিসিবির পাশাপাশি তাসকিনের-ও দায় দেখছেন তারা। তাদের বিশ্বাস, বিশ্বকাপে আস্থার প্রতিদান দেবেন টাইগার পেসাররা।
২০১৪ সালে অভিষেকের পর থেকে পেছন ছাড়েনি ইনজুরি। মাঝে বেশ ভুগেছেন কাঁধের চোটে। চিকিৎসকের পরামর্শ ছিলো অস্ত্রোপচারের কিন্তু তা করলে, ফুলস্টপ হয়ে যেতে পারতো গোটা ক্যারিয়ার।
তার পরের গল্পতো সবারই জানা। টানা ম্যাচের ধকল সঙ্গে সাইডস্ট্রেন ইনজুরি। দলের সঙ্গে বিশ্বকাপ বহরে গেলেও আপাতত সপ্তাহ তিনেকের বিশ্রাম। তবে প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পেতে চায় টিম ম্যানেজমেন্ট।
এতে হতে পারে হিতে বিপরীত। এর আগেও ফুলফিট না হয়েও ম্যাচ খেলার খেসারত দিয়েছেন একাধিক টাইগার পেসার। তাইতো তাসকিনকে নিয়ে কোন তাড়াহুড়া না করার পরামর্শ সাবেকদের।
বাংলাদেশের সাবেক পেসার তারেক আজিজ খান বলেন, 'তাসকিন এখন যে ফর্মে রয়েছে তাতে দলের অনেক দরকার তাকে। এখন দেখতে হবে তার ইনজুরির ধরণটা কেমন। এটা কতটুকু বিশ্রামে ভালো হবে। বা এটার জন্য ট্রিটমেন্টটা কী। আমাদের খুব ভালো ফিজিও রয়েছে।'
তাসকিনের ইনজুরির দায় কার এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তাসকিন নিজেও দায় এড়াতে পারেন কিনা উঠেছে সে প্রশ্নও। তবে বিশ্বকাপের ঠিক আগে এমন ঘটনা ভবিষ্যতের জন্য শিক্ষা।
তারেক আজিজ খান আরও বলেন, 'কখন রেস্ট নিতে হবে, কখন শক্তি বাড়াতে হবে এগুলোর দিকে নজর রাখতে হবে। অন্য দলের পেসারদের অনুসরণ করে ওয়ার্কলোডটা জানা যেতে পারে।
এখানে নিজেকেও অনেক বেশি সচেতন হতে হবে।'