ঢাকা | বঙ্গাব্দ

ঝর্ণায় ঘুরতে গিয়ে স্কুলছাত্রের ডুবে মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণায় ঘুরতে গিয়ে এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে।
  • | ১৭ মে, ২০২৪
ঝর্ণায় ঘুরতে গিয়ে স্কুলছাত্রের ডুবে মৃত্যু সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণায় ঘুরতে গিয়ে এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিখোঁজের পর রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরিরা।


নিহত স্কুলছাত্র জুনায়েদ নগরের হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অহিদুল আলম।


প্রক্টর জানান, নগরীর প্রবর্তক স্কুল এন্ড কলেজের কিছু ছাত্রের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলেন মহসিন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র জুনায়েদ। দুপুর পৌনে বারোটার দিকে তারা ঝর্ণায় গোসল করতে নামেন। এক পর্যায়ে ১২টার দিকে তার বন্ধুরা বুঝতে পারেন যে জুনায়েদকে আশেপাশে দেখা যাচ্ছে না।


তিনি জানান, এরপর ঝর্ণা ও আশেপাশের পাহাড়ে দীর্ঘক্ষণ জুনায়েদকে খুঁজে না পেয়ে তারা শহরে চলে যায়। এরপর বিকেলে জুনায়েদের পরিবারের লোকজন ক্যাম্পাসে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানালে প্রশাসন ফায়ার সার্ভিসের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করে।


কয়েক ঘণ্টার তল্লাশি শেষে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করতে সমর্থ হয় বলে জানান প্রক্টর।