মাত্র ১৭ বছর বয়সেই পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন শিকাগো অঙ্গরাজ্যের কিশোরী ডরোথি জিন টিলম্যান। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অ্যাসোসিয়েট প্রেসকে গত মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে বিরল এই অর্জনের জন্য নানিকেই সবচেয়ে বেশি কৃতিত্ব দেন ডরোথি।
১৭ বছর বয়সী এই কিশোরী জানান, কলেজে ভর্তির আগে তিনি বাড়িতেই পড়াশোনা করতেন। পড়াশোনার পাশাপাশি তিনি ‘ডরোথিজিনিয়াস স্টিম’ নামে একটি লিডারশিপ ইনস্টিটিউশনও প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এই ইনস্টিটিউটের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডরোথি ২০১৮ সালে নিউইয়র্কের অ্যাক্সেলসিওর কলেজ থেকে ‘ব্যাচেলরস অব হিউম্যানিটিজ’ ডিগ্রি সম্পন্ন করেন। পরে মাইনের ইউনিটি কলেজ থেকে তিনি তার ‘মাস্টার্স অব সায়েন্স’ ডিগ্রি লাভ করেন। ২০২১ সালে অ্যারিজোনা স্টেটের বিহ্যাভিয়রাল হেলথ ম্যানেজমেন্ট প্রোগ্রামে তার পিএইচডি আবেদন গ্রহণ করা হয়।