ঢাকা | বঙ্গাব্দ

হায়দ্রাবাদে আগুন, নিহত ১৭

তেলেঙ্গানা রাজ্যের ফায়ার ডিফেন্স ডিপার্টমেন্টের এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৮ মে, ২০২৫
হায়দ্রাবাদে আগুন, নিহত ১৭ অগ্নিকাণ্ড।

ভারতের হায়দ্রাবাদ শহরে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা আজ রোববার এ তথ্য জানিয়েছেন।


মুম্বাই থেকে এএফপি জানায়, তেলেঙ্গানা রাজ্যের ফায়ার ডিজাস্টার রেসপন্স ইমার্জেন্সি অ্যান্ড সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, আগুন লাগার কারণ তদন্তাধীন রয়েছে।


সূত্র: এএফপি 


এসজেড