ঢাকা | বঙ্গাব্দ

কোন পশু কত ভাগে কোরবানি দেওয়া যাবে?

দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ।
  • নিজস্ব প্রতিবেদক | ২৩ মে, ২০২৫
কোন পশু কত ভাগে কোরবানি দেওয়া যাবে? ছবি : সংগৃহীত।

দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করা হয়। এই কোরবানি প্রত্যেক সামর্থ্যবান নর-নারীর ওপর ওয়াজিব। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানি দেবেন- কেউ উট, গরু বা ছাগল। অনেকে সামর্থ্যের অভাবে একা কোরবানি দিতে পারেন না; প্রয়োজন হয় শরিকে কোরবানি দেওয়ার। আর শরিকে কোরবানি দিলে মানতে হয় বেশ কিছু নিয়ম।

ইসলামি শরিয়তে ছাগল, ভেড়া ও দুম্বা দিয়ে শুধু একজনই কোরবানি দিতে পারেন। এসব পশু একাধিক ব্যক্তি মিলে কোরবানি করা শুদ্ধ নয়। আর উট, গরু ও মহিষে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে। সাতের বেশি শরিক হলে কারও কোরবানি শুদ্ধ হবে না। (বাদায়েউস সানায়ে ৫/৭০,কাযিখান ৩/৩৪৯)

হজরত জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, ‘আমরা নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে হজ করেছিলাম, তখন আমরা সাতজন করে একটি উট এবং একটি গরুতে শরিক হয়ে কোরবানি করেছি।’ (মুসলিম: ১৩১৮)

ইসলামি ফিকহে উট, গরু ও মহিষ সাত ভাগে এবং সাতের কমে যে কোনো সংখ্যা যেমন দুই, তিন, চার, পাঁচ ও ছয় ভাগে কোরবানি করা জায়েজ। (হিন্দিয়া: ৫/৩০৪)


কার সঙ্গে ভাগে কোরবানি দেওয়া যাবে না?কার সঙ্গে ভাগে কোরবানি দেওয়া যাবে না?
আর শরিকে কোরবানি করলে কারও অংশ এক-সপ্তমাংশের কম হতে পারবে না, এমন হলে কোনো শরিকের কোরবানিই শুদ্ধ হবে না। (বাদায়েউস সানায়ে: ৫/৭১)

thebgbd.com/NA