ঢাকা | বঙ্গাব্দ

সার্বিয়ার পুলিশ-অভিবাসী সংঘর্ষ, নিহত ১

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বেশ কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং পুলিশ তাদের খুঁজছে।
  • অনলাইন ডেস্ক | ২৪ মে, ২০২৫
সার্বিয়ার পুলিশ-অভিবাসী সংঘর্ষ, নিহত ১ আটককৃত কয়েকজন।

ক্রোয়েশিয়ার সীমান্তের কাছে একটি অভিবাসী শিবিরের কাছে নিয়ন্ত্রণ অভিযানের সময় সার্বিয়ার পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে এক অভিবাসী নিহত হয়েছেন। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বেলগ্রেড থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিড শহর এবং ক্রোয়েশিয়াা সীমান্তের মধ্যে ‘অভিবাসী চলাচলের ওপর নিয়ন্ত্রণ’ চলাকালীন অভিযানের সময় এ ঘটনা ঘটে। মন্ত্রণালয় জানিয়েছে, ‘অভিযান চলাকালীন সময়ে অনিয়মিত অভিবাসীরা পুলিশের উপর গুলি চালায়। গুলি চলাকালীন একজন অভিবাসী মারা যায় এবং ঘটনাস্থল থেকে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বেশ কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং পুলিশ তাদের খুঁজছে। 


প্রতি বছর হাজার হাজার এশিয়ার এবং আফ্রিকার অভিবাসী পশ্চিম বলকান অতিক্রম করে পশ্চিম ইউরোপে প্রবেশের চেষ্টা করে। সার্বিয়ার এবং বসনিয়ার পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে অপরাধী চক্রগুলো অভিবাসীদের অবৈধভাবে প্রবেশের ব্যবস্থা করার জন্য সীমান্তবর্তী এলাকায় শিবির স্থাপন করেছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, সার্বিয়া ২০২৪ সালে সারা দেশে শরণার্থী  কেন্দ্রগুলোতে প্রায় ২০ হাজার অভিবাসীর উপস্থিতি রেকর্ড করেছে, যা আগের বছরের তুলনায় ৮২ শতাংশ কম।


সূত্র: এএফপি 


এসজেড